চীনে তৈরি ৫২ হাজার গাড়ি বিক্রি করেছে টেসলা
স্টাফ রিপোর্টার
নভেম্বরে ৫২ হাজার ৮৫৯ ইউনিট চীনে তৈরি গাড়ি বিক্রি করেছে টেসলা। এর মধ্যে ২১ হাজার ১২৭ ইউনিট রফতানি করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
টেসলা সাংহাইয়ে মডেল থ্রি সেডান ও মডেল ওয়াই এসইউভি তৈরি করে। অক্টোবরে সংস্থাটি ৫৪ হাজার ৩৯১ ইউনিট চীনে নির্মিত গাড়ি বিক্রি করেছিল। এর মধ্যে রফতানি করা হয়েছিল ৪০ হাজার ৬৬৬ ইউনিট। রয়টার্স