যুক্তরাজ্যে নতুন গাড়ির বিক্রি বেড়েছে
চার মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যে নতুন গাড়ির বিক্রি বেড়েছে। নভেম্বরে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি দ্বিগুণ হয়েছে। এটি ভোক্তাদের ক্রমবর্ধমানভাবে আরো পরিবেশবান্ধব গাড়ির দিকে নজর দেয়ার বিষয়টি ইঙ্গিত করে। খবর গার্ডিয়ান।
গত মাসে যুক্তরাজ্যে প্রায় ২২ হাজার নতুন বৈদ্যুতিক গাড়ি নিবন্ধিত হয়েছিল। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১০ হাজার ৩৪৫ ইউনিট। এ মাধ্যমে ব্যাটারিচালিত বৈদ্যুতিক যানবাহন মোট গাড়ি বিক্রির ১৯ শতাংশে পৌঁছেছে।
সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) পরিসংখ্যান অনুসারে, দেশটিতে টেসলার মডেল থ্রি ছিল তৃতীয় সর্বাধিক বিক্রীত গাড়ি। গত মাসে মডেলটির বিক্রি ৩ হাজার ৭৭ ইউনিটে পৌঁছেছে। এটি যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক গাড়িও।
বৈদ্যুতিক গাড়ি বিক্রি বৃদ্ধি নভেম্বরে নতুন গাড়ির সামগ্রিক বিক্রি ১ লাখ ১৫ হাজার ৭০৬ ইউনিটে পৌঁছতে সহায়তা করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি। যদিও এ বিক্রি এখনো মহামারীপূর্ব সময়ের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।
যুক্তরাজ্যের গাড়ি শিল্পের পরামর্শক প্রতিষ্ঠান এএ কারসের প্রধান নির্বাহী জেমস ফেয়ারক্লফ বলেন, অটোমোবাইল শিল্পের জন্য চারটি দুঃসহ মাস ছিল। শেষ পর্যন্ত গত মাসে নতুন গাড়ির বিক্রি বেড়েছে। যদিও চলমান সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি হুমকির মুখে রয়েছে। গাড়ির স্টক এত কম যে কিছু ডিলার টেস্ট ড্রাইভ অফার করতেও হিমশিম খাচ্ছেন।
এসএমএমটি জানিয়েছে, বিশ্বজুড়ে চলমান চিপ ঘাটতি নতুন যানবাহনের উৎপাদনকে বাধাগ্রস্ত করে চলেছে। গত মাসে প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির বিক্রিও ৪০ শতাংশ বেড়ে ১০ হাজার ৭৯৬ ইউনিটে পৌঁছেছে। নভেম্বরে বিক্রি হওয়া মোট ২৮ শতাংশ গাড়ি শূন্য-কার্বন নিঃসরণে সক্ষম। অন্যদিকে ডিজেলচালিত গাড়ির বিক্রিতে পতন অব্যাহত রয়েছে। এক বছর আগের তুলনায় এ গাড়ির বিক্রি ৬৩ শতাংশ কমেছে। পাশাপাশি নতুন পেট্রোল গাড়ির বিক্রি কমেছে ১০ শতাংশ।
যুক্তরাজ্যের নভেম্বর পর্যন্ত চলতি বছর ১৫ লাখ ৩০ হাজার নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। যদিও এটি মহামারীপূর্ব পাঁচ বছরের গড়ের তুলনায় ৩১ শতাংশ কম।
বিষয়টি নিয়ে ন্যাশনাল ফ্র্যাঞ্চাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী স্যু রবিনসন বলেন, নভেম্বরেও নতুন গাড়ির বাজার প্রাক-মহামারীর নিচে রয়েছে। যদিও ভোক্তা পর্যায়ে বিক্রি প্রবৃদ্ধি তাদের আত্মবিশ্বাসকে তুলে ধরে।