এশিয়ার বাজারে কমেছে এলএনজির দাম
চলতি সপ্তাহে এশিয়ার বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমেছে। মূলত এ অঞ্চলের শীর্ষ ক্রেতা দেশ চীনে জ্বালানি পণ্যটির চাহিদায় মন্দার কারণে দরপতন দেখা দেয়। খবর রয়টার্স।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, শীতে স্বাভাবিকভাবেই এলএনজির চাহিদা বেড়ে যায়। কিন্তু উচ্চ বাজারদরের কারণে চীনের ক্রেতারা এলএনজির পরিবর্তে বিকল্প জ্বালানির প্রতি ঝুঁকছেন। তাছাড়া বর্তমানে দেশটিতে কয়লার নজিরবিহীন সংকটও প্রায় কেটে গেছে।
সংশ্লিষ্টরা জানান, উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোয় জানুয়ারি সরবরাহ চুক্তিতে এলএনজির দাম ১ ডলার ৫০ সেন্ট কমেছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির হয়েছে ৩৪ ডলার ৬০ সেন্টে।
ব্যবসায়ীরা রয়টার্সকে জানান, চীনে বর্তমানে এলএনজির পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে ঊর্ধ্বমুখী দামের কারণে শীর্ষ এলএনজি আমদানিকারক দেশটি স্পট মার্কেট থেকে পণ্যটির সরবরাহ কমিয়েছে। অন্যদিকে রেকর্ড জাহাজীকরণ ব্যয় পণ্যটির চাহিদাকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। এতে দেশটির ক্রেতারা পণ্যটি ক্রয়ে আগ্রহ হারাচ্ছেন।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকন জানায়, নভেম্বরে চীনের এলএনজি আমদানি আগের মাসের তুলনায় ২ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ চলতি বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে নেমেছে।