পরিবেশবান্ধব বিনিয়োগে নতুন ওয়ার্কিং গ্রুপ গঠন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরেই বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে আসছে। বিশেষ করে গত মাসে কপ২৬ জলবায়ু সম্মেলন ঘিরে নতুন নতুন আলোচনা, উদ্যোগ ও প্রতিশ্রুতির জন্ম হয়। এরই ধারাবাহিকতায় পরিবেশবান্ধব বিনিয়োগের জন্য গঠন হয়েছে নতুন একটি ওয়ার্কিং গ্রুপ। এটি গোল্ডম্যান স্যাকস গ্রুপ ও বেইজিংভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফোরামের (আইএফএফ) যৌথ উদ্যোগ।

নতুন এ ওয়ার্কিং গ্রুপটির দায়িত্বে রয়েছেন গোল্ডম্যান স্যাকসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ওয়াল্ড্রন ও আইএফএফের ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ঝু জিয়ান।

এক যৌথ বিবৃতিতে গোল্ডম্যান স্যাকস ও আইএফএফ জানিয়েছে, ওয়ার্কিং গ্রুপটি বিশ্বের বিভিন্ন নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও গবেষকদের নিয়ে জলবায়ু পরিবর্তন-বিষয়ক আলোচনার আয়োজন করবে। পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগে অর্থায়ন বাড়াতে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের পরামর্শ দেবে ও তাদের সঙ্গে কাজ করবে।

জন ওয়াল্ড্রন বলেন, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিজ্ঞান থেকে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত ব্যবসার দিকে পরিবর্তিত হতে হবে আমাদের। এসব প্রযুক্তির ব্যবহার ও ভোক্তাদের প্রতিদিনের জীবনে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতেও কাজ করতে হবে।

আমাদের এ উদ্যোগে যেসব প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানও রয়েছে। আমরা চাই, এ গ্রুপে তাদের সক্রিয় অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *