আন্তর্জাতিক বাজারে প্যালাডিয়ামের ঘাটতি কমছে

চলতি বছরের শুরু থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে স্বর্ণের চেয়েও মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত প্যালাডিয়ামের চাহিদা। কিন্তু সে অনুপাতে ধাতুটির উত্তোলন বাড়েনি। এ কারণে বড় আকারের ঘাটতির আশঙ্কা দেখা দেয়। কিন্তু বর্তমানে অটোমোবাইল শিল্পে বিপর্যয় দেখা দেয়ায় প্যালাডিয়ামের চাহিদায় টান পড়েছে। ফলে ধাতুটির বাজার ঘাটতি কমার সম্ভাবনা তৈরি হয়েছে। খবর মাইনিং উইকলি।

বাজার বিশ্লেষকরা বলছেন, দূষণ ও কার্বন নিঃসরণ কমাতে গাড়িতে ক্যাটালিটিক কনভার্টার ব্যবহার করা হয়। এটির প্রধান কাঁচামাল প্যালাডিয়াম। সম্প্রতি চিপ ও সেমিকন্ডাক্টর সংকটের কারণে গাড়ি তৈরি কমিয়েছেন নির্মাতারা। ফলে দুর্বল হয়ে পড়ে প্যালাডিয়ামের বৈশ্বিক চাহিদা। এ কারণে চলতি ও আগামী বছর মূল্যবান ধাতুটির বাজার ঘাটতি কমার পূর্বাভাস দিয়েছে নরনিকেল।

বিশ্বের সর্ববৃহৎ প্যালাডিয়াম উত্তোলক রাশিয়ার নরনিকেল। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মূল্যবান ধাতুটির বাজার ঘাটতির পরিমাণ দাঁড়াবে দু-তিন লাখ আউন্সে। আগামী বছরও তিন লাখ আউন্স ঘাটতি থাকতে পারে। এর আগের পূর্বাভাসে কোম্পানিটি চলতি বছর নয় লাখ এবং আগামী বছর সাত লাখ আউন্স ঘাটতির কথা জানিয়েছিল।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস অন্টন বার্লিন বলেন, করোনা মহামারীর পর অটোমোবাইল খাতে খুব ধীরগতিতে পুনরুদ্ধার ঘটছে। ঘাটতি কমার পেছনে এটিই প্রধান কারণ।

সংশ্লিষ্টরা জানান, প্যালাডিয়ামের বৈশ্বিক চাহিদার ৪৪ শতাংশই সরবরাহ করে নরনিকেল। ভয়াবহ বন্যায় প্রতিষ্ঠানটির দুটি খনি ভেসে যায়। এ কারণে কোম্পানিটি তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে আনে। এতে বড় ধরনের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু বর্তমানে চাহিদা কমায় ঘাটতিও কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

বার্লিন বলেন, প্রতি বছর বিশ্বে যে পরিমাণ প্যালাডিয়াম ব্যবহার হয়, তার প্রায় ৮৩ শতাংশই যায় অটোমোবাইল শিল্পে। কিন্তু বর্তমানে এ শিল্পে ভয়াবহ সংকট চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দুই বছর সময় লাগতে পারে।

নরনিকেল বিশ্বের শীর্ষ উচ্চ গ্রেডের নিকেল উত্তোলকও। কোম্পানিটি মনে করছে, চলতি বছর নিকেল ও প্যালাডিয়ামের বিক্রি গত বছরের মতোই অপরিবর্তিত থাকবে। ওই বছর প্যালাডিয়াম ও নিকেলের বিক্রি যথাক্রমে ১২ ও ৪ শতাংশ কমেছিল।

এদিকে নিকেলের বাজারে চলতি বছর ৭০ হাজার টন ঘাটতির কথা জানিয়েছে নরনিকেল। পাশাপাশি আগামী বছর এক লাখ টন উদ্বৃত্তের পূর্বাভাসও দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *