সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে তাদের দল

আসন্ন আইপিএলের আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একই সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও রাখলো না রাজস্থান রয়্যালস।

এ দুই বাংলাদেশিকে ছাড়াই মঙ্গলবার (৩০ নভেম্বর) আগামী আইপিএলের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা ও পারিশ্রমিক প্রকাশ করেছে।

রিটেনশনে থাকা মোট ২৭ খেলোয়াড়ের ১৮ খেলোয়াড়ের নাম সোমবারই জানানো হয়েছিল। শেষদিন (মঙ্গলবার) আরও নয় খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেখানে বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই, রানারআপ কলকাতা এবং দিল্লি ছাড়া রিটেনশন লিস্টে বাকি পাঁচ দলে কমবেশি নতুন খেলোয়াড় যোগ হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদে কেইন উইলিয়ামসনের সঙ্গে আছেন দুই কাশ্মীরি তারকা আবদুল সামাদ ও উমরান মালিক। মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহর সঙ্গে থাকছেন সূর্যকুমার যাদব ও ক্রুনাল পান্ডিয়া।

খেলোয়াড় রিটেইন করার পর পাঞ্জাবের কোষাগারে সবচেয়ে বেশি ৭২ কোটি ভারতীয় রূপি জমা আছে আর সবচেয়ে কম ৪৭.৫ কোটি রূপি সঞ্চিত আছে দিল্লির কোষাগারে।

এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের আট দলের রিটেনশন লিস্টে থাকা খেলোয়াড়দের নাম ও দলগুলোর সঞ্চিত অর্থ

চেন্নাই সুপার কিংস (সঞ্চিত: ৪৮ কোটি রূপি)

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি) ও রুতুরাজ গাইকদ(৬ কোটি)

কলকাতা নাইট রাইডার্স (সঞ্চিত: ৪৮ কোটি রূপি)

আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেংকটেশ আয়ার (৮ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি) ও সুনিল নারিন (৬ কোটি)

দিল্লি ক্যাপিটালস (সঞ্চিত: ৪৭.৫ কোটি রূপি)

রিশাভ পান্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি), পৃথ্বি শ্ব (৭.৫ কোটি) ও এনরিখ নর্তজে (৬.৫ কোটি)

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (সঞ্চিত: ৫৭ কোটি রূপি)

বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) ও মোহাম্মদ সিরাজ (৭ কোটি)

মুম্বাই ইন্ডিয়ান্স (সঞ্চিত: ৪৮ কোটি রূপি)

রোহিত শর্মা (১৬ কোটি), জাসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি) ও ক্রুনাল পান্ডিয়া (৬ কোটি)

পাঞ্জাব কিংস (সঞ্চিত: ৭২ কোটি রূপি)

মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি) ও আর্শদ্বীপ সিং (৪ কোটি)

রাজস্থান রয়্যালস (সঞ্চিত: ৬২ কোটি রূপি)

সাঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি) ও যশবি জাসওয়াল (৪ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ (সঞ্চিত: ৬৮ কোটি রূপি)

কেইন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি) ও উমরান মালিক (৪ কোটি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *