রূপালী ইন্স্যুরেন্সের ঋণমান ‘ডাবল এ প্লাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘ডাবল এ প্লাস’। দাবি পরিশোধের সক্ষমতার ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের আলোকে এ প্রত্যয়ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *