৫ ক্যাটাগরিতে ৭টি পুরস্কার জিতল বিকাশ

দেশের আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-২০২১’-এ পাঁচ ক্যাটাগরিতে চারটিতে বিজয়ী ও তিনটিতে ‘অনারেবল মেনশন’ পুরস্কার অর্জন করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি ঢাকার একটি হোটেলে ১১টি ক্যাটাগরিতে ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিকাশের পক্ষ থেকে সিসিও আলী আহম্মেদ ও সিএমও মীর নওবত আলী পুরস্কারগুলো গ্রহণ করেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক আবদুল মোমেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান প্রমুখ।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড আয়োজন করে, যেখানে ১০০টিরও বেশি মনোনয়ন দেয়া হয়। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *