রিয়ালের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

সময়টা আর্জেন্টিনার ফুটবলের জন্য বেশ ইতিবাচকই বলা চলে। রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে হুলেন লোপেতেগুইকে সোমবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বহিষ্কার করার কথা জানায় রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। লোপেতেগুইর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনার ফুটবলার সান্তিয়াগো সলারি।

ক্লাব ফুটবলে তেমন পরিচিত মুখ ছিলেন না এই আর্জেন্টাইন। তবে রিয়াল মাদ্রিদের একজন ঘরের মানুষ হিসেবেই বেশ পরিচিত তিনি। পাঁচ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ১৩১ ম্যাচ খেলেছেন। সাদা জার্সিধারীদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ সাতটি শিরোপা। পেশাদার ফুটবল ক্যারিয়ারে রিয়াল ছাড়াও ইন্টার মিলানের হয়ে মাঝমাঠ মাতিয়েছেন ঝাঁকড়া চুলের সলারি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত ১১টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১০ সালে খেলোয়াড়ী জীবনকে বিদায় জানিয়ে নেমে পড়েন কোচিং পেশায়।

রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে প্রথম কোচিংয়ে আসেন সলারি। ২০১৬-২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের বি দলের কোচের দায়িত্ব পালন করার পর ২০১৮ সালেই রিয়াল মাদ্রিদ মূল কোচের দায়িত্বে এসে পড়লেন তিনি। ২৪ বছর আগে জর্জ ভালদানো সর্বশেষ আর্জেন্টাইন হিসেবে রিয়ালের কোচ ছিলেন। ভালদানোর পর সলারিই আর্জেন্টাইন হিসেবে রিয়ালের কোচ হলেন। তবে সব মিলিয়ে তিনি চতুর্থ আর্জেন্টাইন যিনি ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির দায়িত্ব পেলেন।

ভঙ্গুর রিয়াল মাদ্রিদকে আবারো ফর্মে ফিরিয়ে আনাটা বেশ সহজ কাজ হবে না তার জন্য। কোপা দেল রে-তে মেলিলের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের কোচ হয়ে অভিষেক হতে যাচ্ছে সলারির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *