চীনে দাম বাড়ল কয়লার
চীনের বাজারে দাম বেড়েছে কয়লার। দেশটির ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম আগের দিনের তুলনায় দেড় শতাংশ বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
শীত মৌসুমে পরিবেশ দূষণ রোধে কয়লা উত্তোলন কমানোর পরিকল্পনার কারণে সরবরাহ সংকটের সম্ভাবনায় চীনে জ্বালানি পণ্যটির দাম বাড়তে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ইস্পাত শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী প্রতি টন কয়লা ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে ২ হাজার ৪০৭ দশমিক ৫ ইউয়ান (চীনা মুদ্রা) বা ৩৭৪ ডলার ৮ সেন্টে বিক্রি হয়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। ১২ অক্টোবরের পর এটাই জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দাম।
অন্যদিকে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে রান্নার কাজে ব্যবহার উপযোগী কয়লা বিক্রি হয় টনপ্রতি ১ হাজার ৩৮২ ইউয়ানে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি।