আজ বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আজ সোমবার বিকাল চারটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রাষ্ট্রীয় সফর শেষে বিস্তারিত কর্মকাণ্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানান।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন। সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তিনি সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গেও বৈঠক করেন।