একদিনে ১৬ কোটি টাকার মালিক হলেন যিনি
কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা শহরে একজন সেলসম্যান ছিলেন। কিন্তু তিনি এখন কোটিপতি! কুনহী মায়ালা ‘সুপার ৭ সিরিজ ড্র’ জিতেছেন। বুধবার নতুন বিজেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
গালফ নিউজে বলা হয়েছে, কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা রাজধানীতে সেলসম্যান হিসেবে কাজ করেন। তবে আবুধাবিতে ৭০ লাখ দিরহামের জ্যাকপট জিতে কোটিপতি হওয়ার তালিকায় নিজের যুক্ত করলেন তিনি।
কুনহী মায়ালা জানিয়েছেন, লটারির আয়োজকদের কাছ থেকে ফোন এসেছিল। প্রথমে মোটেও বিশ্বাস হয়নি তার। আয়োজকেরা মজা করছেন ভেবেছিলেন তিনি।
তিনি বলেন, আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু এ আমার পক্ষে সৌভাগ্যের দিন ছিল।
তিনি আরও জানান, এ বিপুল টাকার একটি অংশ তার বন্ধুর চিকিত্সার জন্য ব্যয় করবেন তিনি। তার বন্ধুর দু’টি কিডনিই খারাপ হয়ে গেছে। বাকি টাকা খরচ করে নিজের বাড়ির মেরামত করে ব্যবসা শুরু করবেন।