সাড়ে ১০ কোটি টন কয়লা রফতানি করবে যুক্তরাষ্ট্র
বাণিজ্যযুদ্ধের জের ধরে চীনের বাজার সীমাবদ্ধ হয়ে এলেও চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রের কয়লা রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলতে পারে। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কয়লা রফতানির পরিমাণ সাড়ে ১০ কোটি টন ছাড়িয়ে যেতে পারে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কয়লা রফতানির বার্ষিক পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চে পৌঁছে যাবে। ইউএস সেনসাস ব্যুরোর প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স ও এসঅ্যান্ডপি গ্লোবাল।
কয়লা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ শীর্ষ কয়লা রফতানিকারক দেশ। জ্বালানি পণ্যটির মোট বৈশ্বিক রফতানির ৮ দশমিক ৯ শতাংশ জোগান দেয় দেশটি। ইউএস সেনসাস ব্যুরোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৯১ লাখ টন কয়লা রফতানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০১৭ সালের আগস্টের তুলনায় এ সময় দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ।
এদিকে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) মার্কিন রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭ কোটি ৫ লাখ টন কয়লা রফতানি করেছেন। বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি ২৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
এর মধ্য দিয়ে চলতি বছর শেষে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে কয়লা রফতানির সম্মিলিত পরিমাণ ১০ কোটি ৫৭ লাখ টনে পৌঁছে যেতে পারে বলে মনে করছে মার্কিন সেনসাস ব্যুরো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই হবে কয়লা রফতানির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০১২ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে মোট ১১ কোটি ৪২ লাখ টন কয়লা রফতানি হয়েছিল।
এদিকে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে তাপ ও ধাতব মিলিয়ে মোট ৯ কোটি ৭০ লাখ টন কয়লা রফতানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বাড়তে পারে ৮৭ লাখ টন।