২৭২ কোটি টাকা বিনিয়োগ করেবে ইউনিক হোটেল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড যৌথ মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এজন্য কোম্পানিটি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে ২৭২ কোটি টাকা ইক্যুয়িটি ইনভেস্টমেন্ট করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, গুয়ামা পিআর হোল্ডিংস বিভি এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের কনসর্টিয়াম ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে।

২৫ জুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কনসর্টিয়ামটিকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সম্মতি পত্র (এনওআই) দিয়েছে।

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গ্যাস/আর-এলএনজি ভিত্তিক কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ উ]পাদন কেন্দ্রটি নির্মাণ করা হবে।

কেন্দ্রটির মালিকানার ৬৫.০১ শতাংশ ইউনিক হোটেলের; ৩০ শতাংশ গুয়ামা পিআর হোল্ডিংসের এবং ৪.৯৯ শতাংশ মালিকানা থাকবে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *