বিশ্ব বাণিজ্যে গতি কমছে

বিশ্ব বাণিজ্যের গতি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও)। জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রামানে অস্থিরতাসহ উন্নত বিশ্বে সংকোচনমূলক আর্থিক নীতির কারণে বাণিজ্যের গতি কমে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি।

গত এপ্রিলের প্রতিবেদনে চলতি বছর বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশের পূর্বাভাস দেয়া হয়েছিল। সেপ্টেম্বরের হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস ৩ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সংস্থাটি বলছে, বিশ্বের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির গতি ধীর হয়ে যাওয়ার জন্য বাণিজ্যের গতিও কমে আসবে। তাছাড়া বিশ্ব বাণিজ্যে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যার ফলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে ধীরে এগুচ্ছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থা মনে করে, উন্নত বিশ্বের সংকোচনমূলক আর্থিক নীতি, ডলারসহ বিভিন্ন মুদ্রামানে অস্থিরতা সামনের দিনগুলোতে বাণিজ্যের গতিকে শ্লথ করে দেবে। ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি হতে পারে। তাছাড়া চীন-মার্কিন পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর নীতি-নির্ধারকেরা বাণিজ্য নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছেন।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের বছরের আগস্টের তুলনায় এবছর আগস্টে জ্বালানি তেলের দাম প্রায় ৩৩ ভাগ বেড়েছে। গেল জানুয়ারির পর ডলারের দর প্রায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সবমিলিয়ে বাণিজ্যের আকার শক্তিশালী বলা হলেও প্রবৃদ্ধির গতি আগের ধারণার চেয়ে ধীর হবে।

সংস্থাটির মতে, এশিয়ার আমদানির হার দ্রুত বাড়ছে। ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে এশিয়ার আমদানির পরিমাণ। যা দক্ষিণ আমেরিকার সাড়ে ৫ ভাগ, উত্তর আমেরিকার ৪ দশমিক ৮ ভাগ, ইউরোপে ২ দশমিক ৯ ভাগ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *