মার্সেল-যায়যায়দিন বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র

রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল-২০১৮ উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মার্সেলের পৃষ্ঠপোষকতায় দৈনিক যায়যায়দিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার ওই কুইজের ড্র অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এইচআরসি মিডিয়া ভবনে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার জাহিদ হাসান এমিলি এবং মিঠুন চৌধুরী। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং দৈনিক যায়যায়দিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ড্র অনুষ্ঠানে জানানো হয়, পরবর্তীতে আরো একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পরে ওই অনুষ্ঠানের দিনক্ষণ বিজয়ীদের জানিয়ে দেওয়া হবে।

মার্সেল-যায়যায়দিন কুইজের প্রথম পর্বে বিজয়ীরা হলেন-

প্রথম পুরস্কার (মার্সেল রেফ্রিজারেটর, ১২.৫ সিএফটি)

তাসনিম (খিলগাঁও)

দ্বিতীয় পুরস্কার (মার্সেল এলইডি টিভি, ৩২ ইঞ্চি)

হেলাল (যাত্রাবাড়ী)

তৃতীয় পুরস্কার (মার্সেল এলইডি টিভি, ২৪ ইঞ্চি)

ইফতি (মগবাজার)

চতুর্থ পুরস্কার (মার্সেল ব্লেন্ডার, পাঁচটি)

সুশান্ত (রামপুরা)

আব্দুল্লাহ আল মারুফ (ফেনী)

এমএ হামিদ (ফার্মগেট)

অর্ণব কামাল (নারায়ণগঞ্জ)

রাজু আহমেদ (রাজবাড়ী)

পঞ্চম পুরস্কার (মার্সেল রাইস কুকার, পাঁচটি)

সুমাইয়া

রাহিমা আক্তার

রিপন রজক

আবুল বাসার

জাহানারা

দ্বিতীয় পর্বের বিজয়ীরা হলেন-

প্রথম পুরস্কার (মার্সেল এলইডি টিভি, ৪৩ ইঞ্চি)

জুবেদা (মোহাম্মদপুর)

দ্বিতীয় পুরস্কার (মার্সেল রেফ্রিজারেটর,১২.৫ সিএফটি)

মরিয়ম (কিশোরগঞ্জ)

তৃতীয় পুরস্কার (মার্সেল এলইডি টিভি, ২৪ ইঞ্চি)

রোজিনা (মিরপুর)

চতুর্থ পুরস্কার (মার্সেল ব্লেন্ডার, পাঁচটি)

আলিফ (মগবাজার)

মোমিন (গাইবান্ধা))

সেলিম রেজা (কুনিপাড়া)

সানজিদা (বনগ্রাম)

সাদিয়া (টঙ্গি)

পঞ্চম পুরস্কার (মার্সেল রাইস কুকার, পাঁচটি)

রুমন (কলাবাগান)

হুরাইরা কবির (মদনপাল)

আসমা (নোয়াখালী)

রেহানা (বরিশাল)

ফারুক (ডেমরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *