সালমান সম্পর্কে যা বললেন ওয়ারিনা
লিউড সিনেমা লাভ যাত্রী। সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমাটির মাধ্যমে অভিষেক হচ্ছে ওয়ারিনা হুসেনের। এ অভিনেত্রী মনে করেন, সালমানের কারণে তার জীবন বদলে গেছে। আর এ জন্য আজীবন এ অভিনেতার প্রতি কৃতজ্ঞ থাকবেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে ওয়ারিনা হুসেন বলেন, ‘সালমানের সিনেমার মাধ্যমে অভিষেক হওয়াটা স্বপ্নের মতো। সিনেমা যত বড় হয়, দায়িত্বটাও তত বেশি থাকে, আমি বিষয়টি জানি। আমি সালমানের প্রতি কৃতজ্ঞ। এটি এখনো আমার কাছে স্বপ্নের মতো।’
ওয়ারিনার জন্ম আফগানিস্তানের কাবুলে। সাত বছর আগে ভারতে আসেন তিনি। প্রথমে মডেলিং শুরু করেন। তবে তার প্রধান লক্ষ্য ছিল অভিনয়। পরবর্তীতে এ বিষয়ে প্রশিক্ষণ নেয়া শুরু করেন এবং তিন বছর আগে থেকে সিনেমা ও বিভিন্ন বিজ্ঞাপনে অডিশন দেয়া শুরু করেন।
এ অভিনেত্রী বলেন, ‘আমি যখন আমার প্রথম পোর্টফোলিও করি তখন অনেক নার্ভাস ছিলাম। আমি তখন ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না। ছয় বছর পরে এসেও নিজেকে একই জায়গায় আবিষ্কার করি। এটি আমার প্রথম সিনেমা এবং বুঝতে পারছিলাম না কিভাবে কি করব।’
সালমানের সঙ্গে এ অভিনেতার বাড়িতে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে ওয়ারিনা বলেন, ‘তিনি খুবই আন্তরিক ছিলেন। তিনি সবসময় সবকিছুতেই ইতিবাচক। প্রথম থেকেই আমাকে সহযোগিতা এসেছেন। তিনি বাস্তবে আমার নায়ক। তার কারণে আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমার ব্যাকগ্রাউন্ড ভিন্ন হওয়া সত্বেও তিনি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন।’
ইন্ডাস্ট্রিতে তার সংগ্রাম প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘সিনেমায় সুযোগ পাওয়াটা খুবই কঠিন। অনেক প্রতিযোগিতা এবং শেষ পর্যন্ত অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। আমি একাধিক সিনেমায় প্রত্যাখ্যাত হয়েছি। শুরুতে আমি খুব ভালো হিন্দি পারতাম না। আমি একটি সিনেমায় সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটি আর শুরু হয়নি।’
সিনেমাটিতে সালমানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার সঙ্গে ওয়ারিনা হুসেনের অভিষেক হচ্ছে। অর্থাৎ সিনেমাটিতে সম্পূর্ণ নতুন এক জুটিকে দেখতে পাবেন দর্শক। একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রেক্ষাপট ভারতের গুজরাট।
সিনেমার গল্পে ওয়ারিনা একজন প্রবাসী এবং নবরাত্রি উৎসবের সময় সে ভারতে আসে। এর সঙ্গে মিল রেখেই প্রথমে সিনেমাটির নাম লাভ রাত্রি রাখা হয়েছিল। কিন্তু নবরাত্রির সঙ্গে মিল থাকাই তা হিন্দু ধর্মাবলম্বী অনুভূতিতে আঘাত করেছে দাবি করে সালমান খান ও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের হয়। পরবর্তীতে সিনেমাটির নাম লাভ রাত্রি থেকে লাভ যাত্রী করেন নির্মাতারা।
লাভ যাত্রী সিনেমাটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। সালমান খান ফিল্মসের প্রযোজনায় আগামী ৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।