আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের দামে চাঙ্গাভাব

আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের সাপ্তাহিক দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে কৃষিপণ্যের রফতানি প্রত্যাশার তুলনায় বেশি থাকার কারণে সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের সাপ্তাহিক গড় দাম চাঙ্গা হয়ে উঠেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২২ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেড়েছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ২১ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১০ সেন্ট বেশি।

গমের পাশাপাশি এ সময় ভুট্টার গড় দামেও চাঙ্গাভাব বজায় ছিল। সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে কৃষিপণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেলে সাড়ে ৫ সেন্টে বেড়েছে। এ সময় ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৫৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫৬ শতাংশ বেশি।

এদিকে একই সময়ে সিবিওটিতে সয়াবিনের সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। এ সময় নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৪৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৬ দশমিক ৭৫ সেন্ট বেশি।

যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান এলাকাগুলোয় বিদ্যমান খরার প্রকোপ কিছুটা কমে এসেছে। এসব এলাকা থেকে বাজারে কৃষিপণ্যের সরবরাহও আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা ও সয়াবিন রফতানিতেও চাঙ্গাভাব বজায় থাকার কথা জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। মূলত এ কারণেই সর্বশেষ সপ্তাহে সিবিওটিতে আগের সপ্তাহের তুলনায় বাড়তি দামে বিক্রি হয়েছে এ তিনটি কৃষিপণ্য। আগামী দিনগুলোতেও কৃষিপণ্যের বাজারে চাঙ্গাভাব বজায় থাকার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *