চীনে ৩ কোটি ২৬ লাখ টন এলএনজি আমদানি
দক্ষিণ কোরিয়াকে টপকে ২০১৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিকারকদের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চীন। ওই সময় থেকেই চীনের বাজারে এলএনজি আমদানিতে চাঙ্গাভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) চীনে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও মার্কেট ওয়াচ।
চীনের সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-আগস্ট সময়ে আন্তর্জাতিক বাজার থেকে দেশটিতে সব মিলিয়ে ৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার টন এলএনজি আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৮ শতাংশ বেশি। এদিকে মাসভিত্তিক হিসেবে, সর্বশেষ আগস্টে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত আগস্টে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে মোট ৪৭ লাখ ১০ হাজার টন এলএনজি আমদানি করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে চীনে সব মিলিয়ে ৩ কোটি ৮০ লাখ টন এলএনজি আমদানি হয়েছে। সে হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসেই দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের সম্মিলিত পরিমাণের কাছাকাছি পৌঁছে গেছে। বছর শেষে চীনের বাজারে ২০১৭ সালের তুলনায় প্রায় দ্বিগুণ এলএনজি আমদানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।