স্বর্ণ উত্তোলনের রেকর্ড করল কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে স্বর্ণ উত্তোলনে কাজাখস্তানের অবস্থান দ্বিতীয়। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটির খনিগুলো থেকে মূল্যবান ধাতুটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেড়ে ৬২ হাজার কেজি ছাড়িয়ে গেছে। কাজাখস্তানের মিনিস্ট্রি অব ন্যাশনাল ইকোনমির আওতাধীন স্ট্যাটিস্টিকস কমিটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মেটাল বুলেটিন।
কাজাখ সরকারের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-আগস্ট সময়ে দেশটির খনিগুলো থেকে সব মিলিয়ে ৬২ হাজার ২৫১ কেজি স্বর্ণ উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেশি। বছর শেষেও দেশটিতে স্বর্ণ উত্তোলনে প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।
এদিকে চলতি বছরের প্রথম আট মাসে কাজাখস্তানের খনিগুলো থেকে সব মিলিয়ে ৬ লাখ ৩৮ হাজার ৬৪০ কেজি রুপা উত্তোলন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে কাজাখ মিনিস্ট্রি অব ন্যাশনাল ইকোনমি। এক বছরের ব্যবধানে দেশটিতে রূপা উত্তোলন ১১ শতাংশ কমেছে।