বিরোধীদের সমাবেশ করা নিয়ে যা বললেন কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সোহরাওয়ারর্দী উদ্যানসহ বিভিন্ন স্থানে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সমাবেশ করতে পারবে, কোনো বাধা দেয়া হবে না। এ কথা আমাদের প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন। তবে তারা সমাবেশ চলাকালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা দমন করবে।
তিনি বলেন, আমরা নৌকা ছেড়ে দিয়েছি। এই নৌকা ভাসতে ভাসতে ডিসেম্বরে বিজয়ের মালা পরবে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে সাংগঠনিক সফরের গাড়ি বহর ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৮টায় গাড়ি বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন বার্তা জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমরা এই যাত্রা শুরু করেছি। এটা আমাদের সাংগঠনিক সফরের নিয়মিত অংশ। চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভা করা হবে।