রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ৩
রাজশাহীর পুঠিয়ায় একটি বিকল বালুর ট্রাককে পেছন ধাক্কা দিয়েছে দ্রুতগামী বাস। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুরের বাসিন্দা ট্রাকচালক জাকির হোসেন (২৮), ট্রাকের হেলপার একই এলাকার সুমন (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বাস হেলপার রিপু (২৫)।
তাৎক্ষণিকভাবে আহতদেরও নাম- পরিচয় পাওয়া যায়নি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। মরদেহ নেয়া হয়েছে সেখানকার মর্গে।
পুঠিয়া থানার ওসি সাকিল উদ্দীন বলেন, আহতদের বেশ কয়েকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এছাড়া মুমূর্ষু ৬ জনকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের বরাত দিয়ে তিনি জানান, শ্যামলী পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় বিকল বালুর ট্রাকটিকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে দমকল সদস্যরা মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয় তারা।