টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবুধাবিতে এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ জেনে গেছে, আফগানিস্তানের বিপক্ষে জয়-পরাজয় কোনো কিছুই আর স্থান নির্ধারণে নিয়ামকের ভূমিকা পালন করছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সুপার ফোরের যে সূচি নির্ধারণ করেছে, সেখানে ধরা হয়েছে বাংলাদেশ ‘বি-টু’। অর্থ্যাৎ বি গ্রুপের রানারআপ।
যে কারণে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে এই ম্যাচটি। তবুও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগে থেকেই জানিয়েছেন, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সুতরাং, আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটিও তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কিন্তু টস হেরেছে বাংলাদেশ। কয়েন নিক্ষেপে জিতেছে আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে টস হারা বাংলাদেশকে প্রথমে নামতে হচ্ছে ফিল্ডিং করার জন্য।