বিলবাওয়ের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

প্রথম তিন ম্যাচ ভালোভাবেই পার করতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। চতুর্থ ম্যাচে এসে খেলো হোঁচট। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে আসলো হুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

প্রথমবারেরমত পয়েন্ট নষ্ট করার কারণে শুরুতেই বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়লো লিগ শিরোপার অন্যতম দাবিদার দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেও, লা লিগার শিরোপা কপালে জোটেনি রিয়ালের। যে কারণে কোচ জিনেদিন জিদান দায়িত্ব ছেড়ে যান লজ ব্লাঙ্কোজদের। দল ছেড়ে যান সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোও।

কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে প্রথম তিন ম্যাচে ভালোভাবে জেতার কারণে অনেকেই বলছিল, জিদান-রোনালদো চলে গেলেও রিয়ালের কোনো সমস্যা হবে না। এবার সে সব লোকদের মুখে চুনকালি পড়ার মত অবস্থা। কারণ, মৌসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারাতে হলো লোপেতেগুইয়ের শিষ্যদের।

৪ ম্যাচে শেষে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেলো বার্সা। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ৫ নম্বরে।

শনিবার অ্যাওয়ে ম্যাচ খেলতে বিলবাওয়ের মাঠে যায় রিয়াল। প্রথামে পিছিয়ে পড়ে যারা। ৩২ মিনিটে গোল হজম করতে হয়। ইকার মুনিয়ান গোল করে এগিয়ে দেন বিলবাওকে। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই দলকে সমতায় ফেরান ইসকো।

সমতায় ফিরে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন বেল, অ্যাসেনসিওর। একের পর এক আক্রমণ করলেও ম্যাচে দ্বিতীয়বারের জন্য আর ফায়দা তুলে নিতে পারেনি লোপেতেগুইয়ের শিষ্যরা। ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *