এক সাথে যত খুশি ততো ই-মেইল চেক করুন মাত্র একটি সফটওয়ার দিয়ে
কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমি ভাল আছি। আজকে আপনাদের জন্য বেশ কাজের একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি।
তবে আগেই বলে নিচ্ছি মুল্য ফেরত কিন্তু ভার্চুয়ালি কারন লাখ লাখ টাকার সফটওয়্যার আপনারাও পাচ্ছেন মাগনা আর আমরা যারা এগুলা দিচ্ছি তাও কিন্তু মাগনা! মানে সব কিছুই ভার্চুয়ালি। মুল্যের কথাটা প্রদর্শনী ব্যতীত অন্য কিছু নয়।
এবার কাজের কথায় আসি। যে সফটওয়্যারটির কথা বলছি তার নাম হলো Multi Email Notifier। নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর কাজ কি।
তারপরেও বলছি এটির কাজ হলো আপনার বিভিন্ন ইমেইল আইডিতে নতুন ইমেইল আসা মাত্রই শব্দ এবং ডেস্কটপ এলার্টের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে বারবার কষ্ট করে লগ ইনের ঝামেলা করতে হবে না।
এই সফটওয়্যারটি আপনার সকল ইমেইল আইডির নতুন ইমেইল গুলো শো করবে। আর এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। শুধু প্রথমে একবার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখলেই হবে। তারপর অটোমেটিক ১০ মিনিট পর পর চেক করে আপনাকে জানিয়ে দিবে আপনার কোন নতুন মেইল এসেছে কিনা।
আরও যেসব সুবিধা পাবেনঃ
জনপ্রিয় সব ইমেইল প্রভাইডারের সাপোর্ট। যেমনঃ
Gmail
Hotmail
Live
Yahoo
অটোমেটিক ১০ মিনিট পর পর ইমেইল চেক।
সাব্জেক্ট, প্রেরক এবং সময় দেখার সুযোগ সাথে সাথেই।
পছন্দ অনুযায়ি সাউন্ড সিলেক্ট করা।
আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
ইমেইল বেক আপ রাখার সুবিধা।
এছাড়াও আরো কত কি!
অপারেটিং সিস্টেমঃ
Windows ME, 2000, XP, 2003, Vista, Windows 7
ডাউনলোডঃ
প্রোডাক্ট পাতা: http://www.multiemailnotifier.com
ডাউনলোড: Multi Email Notifier v3.6.1
ADs by Techtunes tAds
আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
লেখকঃ হাসান যোবায়ের