আইডিইবির ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) তিন দিনব্যাপী ২২ তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।
আজ শনিবার সকাল ১০টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন। তিনি জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের ‘টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেইনিং’ প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার এই সম্মেলন শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম কাউন্সিল অধিবেশন চলবে।
আইডিইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ছয় হাজারের বেশি দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি ও সদস্য প্রকৌশলীর অংশগ্রহণে শনিবার সকাল ১০টায় গণভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আইডিইবি ভবনের সম্মুখে নির্মিত স্বাধীনতা ও বঙ্গবন্ধু ভাস্কর্য এবং আইডিইবি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এতে বলা হয়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার করণীয় বিষয়সহ সদস্য প্রকৌশলীদের পেশাগত বিষয়ে সম্মেলনে আলোচনা ও সুপারিশ প্রণীত হবে।
আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশনের ৪১তম কাউন্সিল সম্মেলন ও ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপো’১৮ এর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদের।
এদিন সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপো’র পদক বিতরণ এবং ইনোভেশন টু এ্যাচিভ এসডিজি এন্ড আইআর ফোর শীর্ষক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এ দিন পৃথক ২টি প্যারালাল সেশনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গোলটেবিল আলোচনা ও নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের সমাপনী অধিবেশন ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। ১৫টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৪ সেপ্টেম্বর প্লেনারি সেশনের মাধ্যমে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য ও সার্কভুক্ত দেশসমূহের আমন্ত্রিত কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ ছাড়াও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।