হ্রদের নিচে জাদুঘর

বিশ্বের সবচেয়ে উঁচু হ্রদ হচ্ছে ‘টিটিকাকা’। ভূ-পৃষ্ঠ থেকে এর উচ্চতা ১২ হাজার ৫০০ ফুট। বলিভিয়া ও পেরুর সীমানা অঞ্চলে অান্দিজ পর্বতমালার এ হ্রদের নিচে তৈরি হবে একটি জাদুঘর। এমনটিই জানালেন সে দেশের সংস্কৃতিমন্ত্রী। আশা করা যায়, এখানে জাদুঘর নির্মিত হলে পর্যটকের সংখ্যা আরো বেড়ে যাবে।

বলিভিয়ার সংস্কৃতিমন্ত্রী উইলমা অ্যালানোকা জানান, বলিভিয়ার দিকে টিটিকাকার যে অংশ রয়েছে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রায় ৮ হাজার ৫০০ বর্গ কিলোমিটার অঞ্চলের টিটিকাকা হ্রদের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয়দের নানা বিশ্বাস।

পেরুর বাসিন্দারা মনে করেন, সূর্যদেবের ছেলে ম্যানকো কাপাক ও ছেলের বউ উঠে এসেছিলেন এই হ্রদ থেকেই।

সে দেশের কাসকো শহরটি তৈরি করেছিলেন ম্যানকো কাপাকই। ইনকা মিথোলজির এক পরিচিত চরিত্র হলেন ম্যানকো কাপাক। ১৩ থেকে ১৬ শতক পর্যন্ত ইনকা সভ্যতার রাজধানী ছিল কাসকো শহর।

জানা যায়, বলিভিয়ার বর্তমান রাজধানী লা পাজ থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে স্যান পেড্রো দি টিকিনায় তৈরি হবে এ ‘আন্ডারওয়াটার মিউজিয়াম’। খনন কাজে যে নিদর্শনগুলো পাওয়া গিয়েছে, তাতে রয়েছে নানা ধরনের বাসন, মানুষ এবং পশুর হাড়। যার আনুমানিক সময় ৩০০ খ্রিস্টাব্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *