ইতালির বিপক্ষে পর্তুগালের দুর্দান্ত জয়
বিশ্রামে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, দলের সামনে উয়েফা নেশন্স লিগের চ্যালেঞ্জ। তাতে কি! রোনালদোকে ছাড়াও যে কম যায় না পর্তুগাল। দিন দুয়েক আগে বিশ্বকাপ রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করার পর সোমবার রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই দিয়েছে রোনালদো বিহীন পর্তুগাল।
আন্দ্রে সিলভার একমাত্র গোলে উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। পর্তুগালের মাঠে খেলতে এসে স্বাগতিকদের আক্রমণ সামাল দিতেই হিমশিম খেতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে।
ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই লিড পেতে পারতো পর্তুগাল। ১৪তম মিনিটে গোলের সহজ সুযোগ পান বার্নার্দো সিলভা। লক্ষ্যের দিকে করা তার শটটি কোনোমতে ফিরিয়ে দেন ইতালির রক্ষণভাগের এক খেলোয়াড়। মিনিট সাতেক পরে আবারও সুযোগ পায় পর্তুগাল, ২৭তম মিনিটে আসে আরও একটি সুযোগ। কিন্তু ইতালির জমাট রক্ষণ ভাঙতে পারছিল না স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আর পর্তুগালকে আটকে রাখতে পারেনি ইতালিয়ান রক্ষণ। আন্দ্রে সিলভার বাঁকানো শট খুঁজে নেয় জালের ঠিকানা। এক গোলে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েক বার সুযোগ পেয়েও আর গোল করতে না পারায় ১ গোলের জয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।