৪০৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের সহায়তা ছাড়াও বাংলাদেশকে করোনভাইরাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা হিসেবে মোট ৪০৩ কোটি টাকা দেবে দেশটি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক ঘোষণায় এ সহায়তার কথা জানান।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এই অতিরিক্ত সহায়তা ইউকে, মার্কিন, ইইউ এবং ইউএনসিএইচআর-এর যৌথ উদ্যোগে গৃহীত একটি ফান্ড গঠনের পরিপ্রেক্ষিতে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বিশ্বকে রোহিঙ্গাদের দুর্দশা থেকে দূরে সরে না থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *