ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন চাইথোয়াইঅং মারমা
চট্টগ্রামের রাউজান উপজেলায় ওয়ালটন প্লাজা থেকে একটি ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন চাইথোয়াইঅং মারমা নামে এক সৌভাগ্যবান যুবক।
রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া সুগার মিল এলাকার বাসিন্দা চাইথোয়াইঅং মারমা এই পুরস্কার জিতে নিয়েছেন ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের অফারে।
শুক্রবার (৩ জুলাই) চাইথোয়াইঅং মারমা রাইজিংবিডিকে বলেন, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার জিতে মিলিয়নিয়ার হয়ে যাবো। হয়তো ভেবেছিলাম ৪০০/৫০০ টাকা ছাড় পেতে পারি। কিন্তু ফ্রিজ কিনে টাকা পরিশোধ করে ক্যাশ মেমো গ্রহণের পর মোবাইল ফোনে পাওয়া এসএমএস এর মাধ্যমে জানতে পারি আমি ১০ লাখ টাকা পুরস্কার জিতেছি। এই পুরস্কার প্রাপ্তি অভাবিত। এতো বড় পুরস্কারে আমার জীবনই পাল্টে দিয়েছে।’
ওয়ালটনের এরিয়া ম্যানেজার আরিফ মহিউদ্দিন জানান, রাউজান ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন চাইথোয়াইঅং মারমা। তাকে দুয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের অর্থ হস্তান্তর করা হবে।