বাধার মুখে এক ম্যাচে তিন দলের ক্রিকেট
অদ্ভুত এক আইডিয়া। ক্রিকেটে তো এক ম্যাচে দুই দলের লড়াই চলে। দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছিল তিন দলের। পরীক্ষামূলকভাবে এক ম্যাচে তিন দলের ‘অদ্ভুত’ এক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চাইছিল তারা। বাধার মুখে গেল আটকে।
আগামী ২৭ জুন তিন দলের এই ম্যাচটি মাঠে গড়ানোর পরিকল্পনা ছিল। প্রিটোরিয়ার সুপার স্পোর্ট পার্কে ৩৬ ওভারের ম্যাচটিতে তিন দল লড়াই করতো। এক এক দল পেত ১২ ওভার করে। তিন দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল-এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক আর কাগিসো রাবাদাকে।
আপাতত ম্যাচটি স্থগিত করা হয়েছে। আয়োজক কমিটি এবং ইভেন্ট পার্টনারদের সঙ্গে এক সভার পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘মিটিংয়ের পর আমরা পরিষ্কার হয়েছি যে প্রস্তুতির জন্য আরও কাজ করতে হবে। সেইসঙ্গে (সরকারি) অনুমোদনেরও দরকার আছে।’
মজার এই ক্রিকেট ম্যাচে প্রতি দলে আটজন খেলোয়াড় করে খেলবে। ৬ ওভার করে দুই ইনিংসে ১২ ওভার এক দলের। এক দলের ব্যাটিংয়ের সময় ফিল্ডিংয়ে থাকবে বাকি দুই দল।
সপ্তম উইকেট পতনের পর শেষ ব্যাটসম্যান ব্যাটিং চালিয়ে যেতে পারবেন। কিন্তু তাকে নিতে হবে সব জোড় রান-২, ৪ কিংবা ৬। শেষ পর্যন্ত তিন দলের মধ্যে যাদের রান বেশি, তাদেরই ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।
মজার এই ক্রিকেট কেমন হয় দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। আপাতত তাদের সেই অপেক্ষা বাড়ছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে হয়তো নতুন করে ম্যাচ আয়োজনের বিষয়টি তারিখ ঘোষণা করা হবে।