ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান হবেন সাবেক ইংলিশ অধিনায়ক!
করোনাভাইরাসের কারণে আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ব্যাপক রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছিল। সেটি ধীরে ধীরে সত্যি হতে শুরু করে বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসের পদত্যাগের মাধ্যমে। এর পরপরই ৪০ জনকে বরখাস্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
রবার্টসের পদত্যাগের ইংল্যান্ড বংশোদ্ভূত নিক হকলিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছে সিএ। তবে শিগগিরই নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেয়ারক কথাও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ান চেয়ারম্যান আর্ল এডিংস।
ক্লিক করে আমাদের সাথে থাকুন
আর এ পদের জন্যই সবাইকে চমকে দিয়ে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের নাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রভাবশালী ব্যক্তিত্বরাই খুব করে চাইছেন, বোর্ডের প্রধান নির্বাহীর পদে যেন বসেন স্ট্রাউস- এমনটাই জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান।
স্ট্রাউসের এই সারপ্রাইজ অন্তর্ভুক্তি অনেকেই দেখছেন নেতিবাচক চোখে, আবার অনেকে মূল্যায়ন করছেন তার এ কাজের প্রতি অভিজ্ঞতাকে। জাতীয় দল থেকে অবসরের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ট্রাউস।
২০১৮ সালের প্রয়াত স্ত্রী রুথ স্ট্রাউসকে সময় দেয়ার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান স্ট্রাউস। তবে তার গড়ে দেয়া ক্রিকেট কাঠামোর ওপর ভর করেই ২০১৯ সালের বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। ফলে তার কাজের বাড়তি মূল্যায়ন করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।
এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গে বেশ পুরোনো সম্পর্ক রয়েছে স্ট্রাউসের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই ১৯৯৮-৯৯ মৌসুমে সিডনি বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন তিনি। তখনই স্ত্রী রুথের সঙ্গে পরিচয় হয় তার।