১০ কোটি ডলারের পিপিই রফতানি ক্রয়াদেশ পেয়েছে পাকিস্তান
দেশে প্রস্তুতকৃত ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) রফতানিতে প্রায় ১০ কোটি ডলারের ক্রয়াদেশ পেয়েছে পাকিস্তান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। খবর আনাদোলু।
সোমবার ফাওয়াদ চৌধুরী আনাদোলু এজেন্সিকে জানান, অনেক দেশই পাকিস্তানে তৈরি পিপিইর প্রতি আগ্রহ দেখাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান ৫০ কোটি ডলারের ক্রয়াদেশ পেতে পারে বলে মনে করেন তিনি।
পাকিস্তানের চিকিৎসক ও স্বার্থকর্মীরা সুরক্ষাসামগ্রীর স্বল্পতার অভিযোগ তুললেও চলতি মাসে মন্ত্রিসভা পিপিই রফতানি অনুমোদন করেছে।
ফাওয়াদ চৌধুরী বলেন, আমরা এখন এন৯৫ মাস্ক, গ্লাভস, গগলস, ফেস শিল্ড, গাউন, জুতার কভার, হাসপাতালের বেডশিট তৈরি করছি। আবার অন্যান্য দেশ থেকে সেগুলো আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি জানান, পাকিস্তান একটি নভেল করোনাভাইরাস ডায়াগনস্টিক কিট তৈরি করেছে, যা অনুমোদন করেছে ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তান। এটাকে বড় অর্জন হিসেবে দেখছেন ফাওয়াদ চৌধুরী। দেশে প্রস্তুত এ কিটগুলোর ফলে আমদানি ব্যয় কমে যাবে বলে আশা করেন তিনি।