দুই মাসে টাটার মোটরসের ক্ষতি ১০,০০০ কোটি রুপি
চলতি বছরের জানুয়ারি-মার্চে ভারতের টাটা মোটরসের ক্ষতি হয়েছে ১৩০ কোটি ডলার। বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রভাবে প্রধান দুই বাজার চীন ও ইউরোপে বিক্রি কমে যাওয়ায় এ ক্ষতির সম্মুখীন হয়েছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর এএফপি।
২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টাটার ক্ষতি হয়েছে ৯ হাজার ৮৯৪ কোটি রুপি। অথচ এর আগের বছর একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ১ হাজার ১১৭ কোটি রুপি।
টাটা মোটরসের প্রধান নির্বাহী গেন্টার বুটসেক এক বিবৃতিতে বলেন, ২০২০ আর্থিক বছরে নানা কারণে দুর্বল হয়ে পড়া অর্থনীতির প্রেক্ষাপটে গাড়ি শিল্প বেশ সংকটের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে মহামারী ও এর সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনের কারণে সরবরাহ শৃঙ্খল বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পতন হয়েছে ক্রেতা চাহিদায়ও। একইভাবে ২০২১ আর্থিক বছরের প্রথম প্রান্তিকেও (এপ্রিল-জুন) কোম্পানিটির ব্যবসা বেশ দুর্বল হবে। তবে এরপর বাকি প্রান্তিকগুলোয় ধীরে ধীরে ব্যবসায় গতি ফিরবে।