বৈঠকে বসছে তালেবান ও আফগান সরকার
আফগানিস্তানের সরকার ও তালেবান প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের শান্তি বৈঠকে বসতে যাচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
আফগান সরকার এবং তালেবান এ শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তিসই হয়।
আফগান সরকার শিগগিরই ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়া শেষ করবে। এরপরই আগামী এক সপ্তাহের মধ্যে সরকার ও তালেবানের মধ্যে শান্তি বৈঠক হতে পারে। তালেবান ও আমেরিকার মধ্যে চুক্তির শর্ত অনুসারে কাবুল সরকার তালেবানের তিন হাজার বন্দীকে মুক্তি দিয়েছে। ওই চুক্তির আওতায় মার্কিন সরকার আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে।