আত্মজীবনী লিখে হুমকির মুখে স্টোকসের ক্যারিয়ার!

ক্যারিয়ারটাই একদম খতম করে দেবে’-ভারতের সাবেক পেসার শ্রাশান্ত রীতিমত হুমকি দিলেন। মনে করিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি সহজে কিছু ভুলেন না।

কিন্তু কাকে এমন প্রকাশ্য হুমকি দিচ্ছেন শ্রীশান্ত? কেনইবা তার উপর এত ক্ষেপলেন? ক্ষেপবেন না! যার নেতৃত্বে শ্রীশান্ত দুটি বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়েছেন, সেই ধোনিকে নিয়ে যে কটু কথা বলেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের ক্যারিয়ার নিয়ে তাই শঙ্কিত ভারতের সাবেক এই পেসার!

আত্মজীবনী ‘অন ফায়ার’-এ ধোনির বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার তার বইতে ইঙ্গিত করেন, গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিততে চায়নি ভারত। ধোনির ব্যাটিং দেখে তার তেমনই মনে হয়েছে।

বার্মিংহামের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে পরাজিত হয় ভারত। স্টোকস তার আত্মজীবনীতে পরিষ্কার করেই বলেছেন, ভারত চাইলে সে ম্যাচটি জিততে পারতো।

ইংলিশ অলরাউন্ডার লিখেন, ‘ধোনি যখন খেলতে নামেন, ১১ ওভারে ১১২ রান দরকার ছিল। কিন্তু ছ’রানের বদলে শুধু সিঙ্গেলস নিচ্ছিলেন ধোনি। ১২ বল বাকি থাকতেই এই ম্যাচ জিততে পারতো ভারত। হয়তো খুব অল্প বা কোনও অভিপ্রায় ছিল না ওদের। কিন্তু আমার কেন জানি মনে হয় ভারত ওই ম্যাচ জিততে পারত।’

এমন অভিযোগ শুনে এবার স্টোকসকে কঠিন আক্রমণ করলেন শ্রীশান্ত। ইনস্টাগ্রাম লাইভে তিনি বলেন, ‘আমি আশা করি, স্টোকস কখনও আর ধোনির সামনে পড়বে না। কারণ তিনি (ধোনি) কিছু ভুলে যান না।’

ধোনি এমন মন্তব্যের জবাবে স্টোকসের ক্যারিয়ারটাই শেষ করে দিতে পারেন, হুমকি শ্রীশান্তের। ভারতীয় এই পেসার যোগ করেন, ‘স্টোকস যেন ভালো থাকে, সেই প্রার্থনা করি। কারণ যদি আইপিএল বা ভারত-ইংল্যান্ড ম্যাচে তার আর ধোনির দেখা হয়, তবে এক মিলিয়ন বা দুই মিলিয়ন যা-ই সে পেয়ে থাকুক, সব যাবে। ধোনি হয়তো তার ক্যারিয়ারটাই শেষ করে দেবেন।’

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হওয়া শ্রীশান্ত সেইসঙ্গে সরাসরি চ্যালেঞ্জ জানালেন স্টোকসকে। তিনি বলেন, ‘আমি স্টোকসকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি তো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, ধোনিকে আউট করো। তুমি যে গত চার পাঁচ বছর ধরে খেলছো, আমি নেই। আমি তোমাকে বল করে দেখাতাম, ভাই। ধোনিকে নিয়ে যা বলেছ, শুধু সে উত্তরটা দাও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *