দৈনিক ৩ হাজার মানুষ মারা যেতে পারে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ দিনেদিনে আরও বিপর্যস্ত হয়ে উঠছে। দেশটিতে প্রতিনিয়ত মারা যাচ্ছে হাজারের বেশি মানুষ। কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এক গোপন প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হতে পারে। আর দৈনিক করোনায় আক্রান্ত হতে পারে দুই লাখ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন প্রকাশ্যে মৃত্যু ও আক্রান্তের হার কমার কথা বলে লকডাউন শিথিল করলেও প্রশাসনের অভ্যন্তরীন গোপন প্রতিবেদন দিচ্ছে ভিন্ন তথ্য।

দেশটির প্রভাবশালী মিডিয়া নিউইয়র্ক টাইমসের হাতে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, জুন নাগাদ প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি হতে পারে যা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন গড়ে ১ হাজার ৭৫০ জন মারা যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। দেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার এই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, লকডাউনের শিথিলের প্রক্রিয়া এভাবে চলতে থাকলে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হতে পারে।

বর্তমানে দেশটিতে দৈনিক ২৫ হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি) জানিয়েছে, অর্থনীতি পুরোপুরি খুলে দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৬৯ হাজার ৯২১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *