জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন করোনায় আক্রান্ত

জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন।

তবে নতুন করে আক্রান্তদের মধ্যে দুজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। শুক্রবার সন্ধ্যায় ৫ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন।

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের সংগৃহিত নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা জামালপুর সদরের, বাকি ৪ জনের মধ্যে দুইজন বকশীগঞ্জ এবং দুইজন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৩৮ জনের মধ্যে দুইজন চিকিৎসকসহ ১৩ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া ২৪ জন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে, একজন ময়মনসিংহে, ৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তিনজনের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।

এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অপরদিকে শুক্রবার সরিষাবাড়ীতে শনাক্ত হওয়া দুজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নে হওয়ায় তারা কোথায় আইসোলেশনে থাকবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন, জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ৩২ বছর বয়সী এক এসআই, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী পোশাক শ্রমিক ও গাজীপুর ফেরত ২৫ বছর বয়সী জুট মিল শ্রমিক এবং সরিষাবাড়ী উপজেলায় ৬৪ বছর বয়সী বৃদ্ধ ও তার ৩৫ বছর বয়সী ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *