লকডাউন নিয়ন্ত্রণে ৭০ হাজার সেনা

করোনাভাইরাস প্রতিরোধে চলা লকডাউন নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭০ হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করছে দক্ষিণ আফ্রিকা। বুধবার দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন।

আফ্রিকা মহাদেশে মিসরের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৪৬৫ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। মারা গেছেন ৫৮ জন।

মহামারি মোকাবিলায় দক্ষিণ আফ্রিকাতেও জারি করা হয়েছে লকডাউন। গত ২৭ মার্চ থেকে দেশটিতে স্বাস্থ্যকর্মী, অর্থনৈতিক সেবাদাতা, সাংবাদিক, খুচরা পণ্য বিক্রেতার মতো জরুরি সেবাকর্মী ছাড়া বাকিদের বাইরে বের হওয়ায় দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

জরুরি নিত্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠানের কর্মীদেরও কর্মস্থলে যাওয়ার জন্য বিশেষ অনুমতিপত্র সংগ্রহ করতে হচ্ছে। বাইরে অযথা ঘোরাঘুরি, জগিং, সিগারেট-অ্যালকোহল বিক্রি, কুকুর নিয়ে হাঁটতে বের হলেই জেল-জরিমানা গুনতে হচ্ছে সেখানে।

তবে এসব নিষেধাজ্ঞা কার্যকর করতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের। এজন্যই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *