চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ, জয়পুরহাট ও মুন্সীগঞ্জে দুজন করে নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের হিলিতে একজন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—
সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় পিকআপভ্যান ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হন আরো তিনজন। নিহতদের মধ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার জগদীশ চন্দ্র সরকারের ছেলে নয়ন সরকারের নাম জানা গেছে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, গতকাল ভোরে তাড়াশ উপজেলার মহিষলুটি হাট থেকে মাছ নিয়ে একটি নসিমন সিরাজগঞ্জ যাওয়ার পথে গোজা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জয়পুরহাট: জয়পুরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। গতকাল বেলা ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবু তালেব (৫৫) এবং পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫)।
আহতরা হলেন একই উপজেলার দেওগ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাসান আলী (৩৫), আব্দুর রহিম (৩০), মৃত নিজাম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (৩৩) ও আবুল হোসেন (৪০), নেজাম উদ্দিনের ছেলে জিলহাজ (৩০), পুনট পশ্চিম নয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরনবী (৪২), পুনটের বুদা মিয়ার ছেলে চিবাস (৪৫), আজগর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৪) ও রফিক উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৫)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, পুনট হাট থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাওয়ার পথে
বানিয়াপাড়া এলাকায় ভটভটির পেছনের চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ১১ যাত্রী আহত হলে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুপুরে আবু তালেব ও রাজু আহম্মেদকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কেওয়াটখালী এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সঞ্জয় কুমার জানান, ওই দুজন মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাওয়াগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
হিলি: দিনাজপুরের হিলিতে সড়ক পারাপারের সময় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাদিকা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় হিলির সিংড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকা বেওয়া ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল সকালে সাদিকা বেওয়া নিজ বাড়ি থেকে বের হয়ে হেঁটে পাশের গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সিংড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী বালিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তার হাত-পা ভেঙে যায় ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।