ভারত থেকে আনা হলো ৭ টন পটকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করতে ভারত থেকে দুই ট্রাক বাজি (পটকা) আমদানি করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী দুটি ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ট্রাক দুটিতে ৭ মেট্রিক টন বাজি ছিল বলে জানা গেছে।
বাজি ছাড় করানো বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম বলেন, সরকারিভাবে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ভারত থেকে বাজির এ চালান আমদানি করা হয়েছে।
আমদানিকারক হলেন, ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিঃ। অপরদিকে ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান হলেন, সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিডেট। রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ নিরাপত্তায় বাজির দুটি ট্রাক ঢাকার উদ্দেশ্য রওনা হয়।