দুবাইয়ের তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৬%

বৈশ্বিক অর্থনীতির নিম্নমুখী গতি অস্থিতিশীল অবস্থা তৈরি করলেও গত বছর দুবাইয়ের তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্যে উল্লম্ফন দেখা গেছে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহরটির তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্য ৬ শতাংশ বেড়ে ৩৮ হাজার কোটি ডলারে (১ দশমিক ৪ ট্রিলিয়ন দিরহাম) দাঁড়িয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

গত বছর দুবাইয়ের রফতানি ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২২০ কোটি ডলারে। একই সময় পুনঃরফতানি ৪ শতাংশ বেড়ে ১১ হাজার ৪৩৫ কোটি ডলার এবং আমদানি ৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৬৭২ কোটি ডলারে দাঁড়িয়েছে।

২০১৯ সালে দুবাইয়ের তেলবহির্ভূত বাহ্যিক বাণিজ্য ১৯ শতাংশ বেড়ে ১০ কোটি ৯০ লাখ টনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ২০২৫ সাল নাগাদ ৫৪ হাজার ৪৫১ কোটি ডলার (২ ট্রিলিয়ন দিরহাম) বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছে দুবাই।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বলেন, আমিরাতের অর্থনৈতিক অর্জনে দুবাইয়ের বহিঃস্থ বাণিজ্য উল্লেখযোগ্য অবদান রেখেছে। একই সঙ্গে বাণিজ্য, ব্যবসা ও পর্যটনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে নিজের মর্যাদাও আরো বাড়িয়েছে, যা দুবাইকে আগামী ৫০ বছরের প্রবৃদ্ধির একটি দৃঢ় মঞ্চ দেয়ার পাশাপাশি বিভিন্ন খাতজুড়ে আরো টেকসই উন্নয়নের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

তিনি আরো বলেন, দুবাইয়ের বহিঃস্থ বাণিজ্য খাত ক্রমান্বয়ে ২০২৫ সালের ৫৪ হাজার ৪৫১ কোটি ডলার বাণিজ্য লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলেছে। সরকারের সব সংস্থাই সর্বোত্তম পরিষেবা প্রদান, বাণিজ্য ও বিদেশী বিনিয়োগের সুবিধার্থে এবং আমিরাতজুড়ে বিশেষভাবে বিমানবন্দর ও মুক্ত বাণিজ্য অঞ্চলসহ আরো অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। তারা এ লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রা মসৃণ এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি বাণিজ্যিক সেতু হিসেবে নিজেদের ভূমিকা আরো বৃদ্ধি করতে কাজ করে চলেছে।

এক্সপো ২০২০-এর মতো মেগা ইভেন্টের আয়োজক হওয়ার কারণে দুবাইয়ের সামনে আন্তর্জাতিক বাণিজ্য খাতের নতুন সম্ভাবনা অন্বেষণ ও প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।

২০১৯ সালের সামগ্রিক বাণিজ্য প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে দুবাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোর বৈদেশিক বাণিজ্য। গত বছর মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোর বৈদেশিক বাণিজ্য বছরওয়ারি ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৭ কোটি ডলারে। প্রত্যক্ষ বাণিজ্য ২ শতাংশ বেড়ে ২০ হাজার ৯৬৩ কোটি ডলার এবং কাস্টমস গুদাম বাণিজ্য ২৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং পোর্টস, কাস্টমস অ্যান্ড ফ্রি জোন করপোরেশনের চেয়ারম্যান সুলতান বিন সুলায়েম বলেন, দুবাইয়ের বহিঃস্থ বাণিজ্য গত কয়েক বছরের নিবেদিত ও সুপরিকল্পিত কাজের ফল, যা বিভিন্ন খাতে আমাদের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রতিশ্রুতিময়। আমাদের আশাবাদের কোনো সীমা নেই। আমরা সর্বশেষ এবং সর্বোন্নত উদ্ভাবন ও বিকাশের ওপর ভিত্তি করে নিজেদের প্রবৃদ্ধি ও উন্নয়ন বহাল রাখব।

উল্লেখ্য, ২০১৯ সালের দুবাইয়ের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে নিজের স্থান ধরে রেখেছে চীন। দেশটির সঙ্গে দুবাইয়ের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪ কোটি ডলার। ৩ হাজার ৬৭৫ কোটি ডলারের বাণিজ্যসহ দুবাইয়ের দ্বিতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার হয়েছে ভারত। এর পরে রয়েছে যুক্তরাষ্ট্র (২ হাজার ১১৫ কোটি ডলার) ও সুইজারল্যান্ড (১ হাজার ৬৩৪ কোটি ডলার)।

আরব বিশ্বের মধ্যে দুবাইয়ের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে সৌদি আরব (১ হাজার ৫২৫ কোটি ডলার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *