ইতালিতে সব খেলা বন্ধ

ইতালিতে ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে করোনাভাইরাস পরিস্থিতি। দেড় কোটি মানুষকে কোয়ারেন্টাইনে রাখার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েও ভাইরাস সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। একদিনে ১৩৩ জনের মৃত্যুর খবরও এসেছে গণমাধ্যমে।

তবে এত কিছুর পরও খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা ছিল। ইতালিয়ান লিগ সিরিআ’য় রোববার রাতে জুভেন্টাস আর ইন্টার মিলানের ‘ডার্বি’ লড়াইও মাঠে গড়ায়। যদিও দর্শক প্রবেশাধিকার ছিল না স্টেডিয়ামে। খেলা চালিয়ে যেতে ‘ক্লোজ ডোর’ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।

তবে পরিস্থিতির ভয়াবহতায় এই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হলো ইতালিকে। সেখানে দর্শকবিহীন ম্যাচসহ সব ধরনের খেলাই বন্ধ ঘোষণা করা হয়েছে এবার।

দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে।

প্রসঙ্গত, ইতালিয়ান লিগ সিরিআতে খেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঝুঁকির মধ্যেই রোববার রাতে জুভেন্টাসের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি।

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *