যুবদলের ২ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল যুক্তরাজ্য শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত ও সহ সাধারণ সম্পাদক সিব্বির আহমেদ সুমনকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতোমধ্যে উক্ত বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। যুক্তরাজ্য যুবদলের সব নেতাদের উল্লেখিত দুইজনের সঙ্গে কোনো রকম রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া গেল।