উৎপাদন কমার শঙ্কায় নিপ্পন স্টিল
চীনের বাইরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের অন্যতম ভুক্তভোগী দেশ জাপান। এরই মধ্যে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কমতে শুরু করেছে শিল্পোৎপাদন। অনিশ্চয়তা রয়েছে চলতি বছরের টোকিও অলিম্পিক আয়োজন নিয়েও। এ পরিস্থিতিতে নিজেদের কারখানাগুলোয় উৎপাদন কমে আসার আশঙ্কার কথা জানিয়েছে জাপানের অন্যতম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল করপোরেশন। খবর রয়টার্স ও নিক্কেই এশিয়ান রিভিউ।
নিপ্পন স্টিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাতসুহিরো মিয়ামোতো বলেন, নভেল করোনাভাইরাসের কারণে আমরা এখন পর্যন্ত উৎপাদন কমিয়ে আনার কোনো উদ্যোগ নিইনি। এমন পরিকল্পনাও নেই। এর পরও আশঙ্কা থেকে যায়। আগামী দিনগুলোতে আমাদের কারখানায় ইস্পাত উৎপাদন কমে আসার ঝুঁকি তৈরি হতে পারে। এ ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
প্রতিষ্ঠানটি পরিশোধিত-অপরিশোধিত ইস্পাতের পাশাপাশি কনস্ট্রাকশন রেবার, হট-রোলড কয়েলসহ বিভিন্ন ধরনের ইস্পাতজাত পণ্য উৎপাদন করে। নির্মাণ খাতের পাশাপাশি গাড়ি তৈরিসহ বিভিন্ন শিল্পে এসব পণ্যের চাহিদা রয়েছে। তবে নভেল করোনাভাইরাসের কারণে চীনসহ বিভিন্ন দেশে ইস্পাতজাত এসব পণ্যের চাহিদা অনেকটাই কমে গেছে। এ কারণে শ্রমিকদের মধ্যে সংক্রমণ না হলেও চাহিদা কমে আসার জের ধরে নিপ্পন স্টিল উৎপাদন কার্যক্রমে লাগাম টানতে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে।
কাতসুহিরো মিয়ামোতো আরো বলেন, চীনে আমাদের ইস্পাত কারখানা রয়েছে। এসব কারখানার কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে আগামীতে কী হবে, তা পরিস্থিতি বলে দেবে। কেননা চীনের সামগ্রিক উৎপাদন কার্যক্রম শ্লথ হয়ে এসেছে। অটোমোবাইল, শিল্প যন্ত্রাংশ এবং জাহাজ নির্মাণসহ বেশির ভাগ খাতে ইস্পাত ও ইস্পাতজাত পণ্যের চাহিদা কমতে শুরু করেছে।
নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিপ্পন স্টিল বেশ কঠিন সময় পার করবে বলে মনে করছেন কাতসুহিরো মিয়ামোতো। তিনি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীর কারণে কতটা ক্ষতি হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে বছরের প্রথম ছয় মাসে কঠিন একটা সময় পার করতে হবে। এর পর পরিস্থিতির উন্নতি হতে পারে।
নিপ্পন স্টিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৭০ সালে জাপানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। ওই সময় দেশটির ফুজি আয়রন অ্যান্ড স্টিল করপোরেশন ও ইয়াওয়াতা আয়রন অ্যান্ড স্টিল করপোরেশন একীভূত হয়ে গঠিত হয় নিপ্পন স্টিল।
পরবর্তীতে ২০১২ সালে এতে যুক্ত হয় সুমিতোমো মেটাল। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বার্ষিক আয় ১৩ হাজার ৯৪ কোটি ইয়েনে (জাপানি মুদ্রা) দাঁড়িয়েছে। কর্মীর সংখ্যা ৯২ হাজারের বেশি। ২০১৭ সালে বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় নিপ্পন স্টিল।