মক্কা সুইটসকে ৬০ হাজার টাকা জরিমানা
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য ও মিষ্টি তৈরির অভিযোগে একটি বেকারিতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় বেকারিটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) সবুজবাগ থানা এলাকায় অবস্থিত মক্কা সুইটস বেকারিতে অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
তিনি জানান, অভিযানে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ওই বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।