চসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ও নগর বিএনপির সিনিয়র নেতাদের সমন্বয়ে গড়া মনোনয়ন বোর্ড নগরের ৪১টি ওয়ার্ডে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, এক নম্বর (পাহাড়তলী) ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে, ২নং জালালাবাদ ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে নগর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইয়াকুবকে, ৩নং পাচলাইশ ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. ইলিয়াছ, ৪নং চান্দগাঁও ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মাহাবুবল আলম, ৫নং মোহরা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. আজম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. হাসান লিটন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. ইসকান্দর মির্জা।
এছাড়া ৮নং শুলকবহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন হাসান চৌধুরী, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে পেয়েছেন আব্দুস সাত্তার সেলিম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে পেয়েছেন মো. রফিক উদ্দীন চৌধুরী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. সোহরাব হোসেন চৌধুরী, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন সামশুল আলম, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আলম, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন আবদুল হালিম (শাহ আলম), ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন চৌধুরী সাইফুদ্দিন রাশেদ চৌধুরী, ১৬ নং চকবাজার ওয়ার্ডে পেয়েছেন এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন কে এম আরিফুল ইসলাম, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. মহিউদ্দীন।
১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ইয়াছিন চৌধুরী আছু, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ২১ নং জামালখান ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন এম এ মালেক, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মহসীন, ২৪ নং ওয়ার্ড উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন এস এম ফরিদুল আলম, ২৫ নং রামপুর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন শহীদ মোহাম্মদ চৌধুরী, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল হাশেম, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সেফায়াত, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন এস এম জামাল উদ্দীন জসিম।
২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. সালাহ উদ্দিন, ৩০ নং পূর্ব মাদারবাড়ি মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান, ৩১ নং আলকরন ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন দিদারুর রহমান লাভু, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন সৈয়দ আবুল বসর, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন আকতার খাঁন, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ইসমাইল বালি, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন এড তারিক আহমদ, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. হারুন (ডক), ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. ওসমান, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন হানিফ সওদাগর, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন সরফরাজ কাদের, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. হারুন, ৪২ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল আবছার।