ভাষা শহীদদের স্মরণে কুবির ইংরেজি বিভাগে মোমবাতি প্রজ্বলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়য়ের কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, ড. মোহাঃ হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানাসহ বিভাগের শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা শহীদদের। এই আলোয় সিক্ত হোক প্রতিটি মানুষ। ভাষার শুদ্ধা চর্চা হোক প্রতিটি ঘরে ঘরে।”
আলোচনা সভার অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।