নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একজনের বিদায়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে নুরজাহান বেগম (৬০) নামের একজন মারা গেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অপর সাতজন হলেন- মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- কিরণ (৭০% শতাংশ), আবুল হোসেন (৪৫% শতাংশ)ও কাওছার (২৫% শতাংশ)।

আহতদের স্বজন ইলিয়াস জানান, সারারাত গ্যাসের চুলার চাবি ছাড়া ছিল, কিরণের মা নুরজাহান বেগম না বুঝে চুলা জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে যায় ঘরের চারটি কক্ষে। বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার।

তিনি আরও বলেন, ১০ সদস্যের পরিবারের এক নারী ও শিশু ছাড়া আটকজই দগ্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *