মার্সেল টিভিতে অদল বদল অফার
দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ঘোষণা করেছে ‘টিভি অদল বদল অফার’। এর আওতায় গ্রাহকরা পুরাতন যে কোনো ব্র্র্যান্ডের সচল কিম্বা অচল সিআরটি, এলসিডি বা এলইডি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি। সেইসঙ্গে থাকছে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
টিভি ‘অদল বদল অফার’ এর আওতায় ক্রেতারা পুরোনো টিভি বদলে মার্সেলের নতুন টিভি ক্রয়ের ক্ষেত্রে সর্বনি¤œ ২ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই সুবিধাটি ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
এদিকে মার্সেলের ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইন সিজন-২ এর আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা মডেলভেদে ২ হাজার ৯১০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই সুবিধা থাকছে ফেব্রুয়ারির ২৯ তারিখ পর্যন্ত।
মার্সেল টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, গ্রাহকরা পুরনো টিভি জমা দিয়ে মার্সেলের ২৪ হাজার ৯৯০ টাকা দামের বাংলা ভয়েস সার্চ অপশনযুক্ত ৮১৩ মিলিমিটার বা ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ২১ হাজার ৫’শ টাকায় কিনতে পারবেন। এছাড়া একই প্রযুক্তির ২৯ হাজার ৯’শ টাকা মূল্যের মার্সেলের ৯৯১ মিলিমিটার বা ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ২৫ হাজার ৯’শ টাকায়, ৪৩ হাজার ৯’শ টাকা দামের ১.০৯ মিটার বা ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ৩৮ হাজার ৯’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ১.৩৯ মি. বা ৫৫ ইঞ্চি বাংলা ভয়েস সার্চ অথবা ফোর-কে রেজ্যুলেশনের স্মার্ট টিভি ৯০ হাজার ৯’শ টাকায় কেনার সুযোগ রয়েছে।
বাংলা ভয়েস সার্চ টিভির পাশাপাশি ক্রেতারা পুরাতন টিভি বদলে মার্সেলের ‘এন্ড্রয়েড ৭’ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ১৯ হাজার ৫’শ টাকা দামের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ১৬ হাজার ৯’শ টাকায়; ২৭ হাজার ৯’শ টাকা দামের ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ২৪ হাজার ৪’শ টাকায়; ৩১ হাজার ৯’শ টাকা মূল্যের ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি ২৮ হাজার ৪’শ টাকায় এবং ৯৯ হাজার ৯’শ টাকা দামের ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি কিনতে পারবেন ৯০ হাজার ৯’শ টাকায়।
টিভি অদল বদল অফারে ক্রেতারা পুরাতন টিভি বদলে মার্সেলের যে কোনো মডেলের এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে মার্সেলের ৫০৮ মিমি বা ২০ ইঞ্চি এলইডি টিভি ১০ হাজার ৯’শ টাকার পরিবর্তে ৮ হাজার ৯’শ টাকায়; ৬১০ মিমি বা ২৪ ইঞ্চি এলইডি ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৯’শ টাকায়; ৩২ ইঞ্চি এলইডি ১৫ হাজার ৮’শ টাকার পরিবর্তে ১৩ হাজার ৬’শ টাকায়; ৩৯ ইঞ্চি এলইডি ২৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চি এলইডি টিভি ২৭ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।
এদিকে ‘সেরা দামে সেরা টিভি’ ক্যাম্পেইনের আওতায় টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ২৪ ইঞ্চি এলইডি টিভি ৮ হাজার ৯৯০ টাকায়; ৩২ ইঞ্চির এলইডি ১১ হাজার ৯৯০ টাকায়, স্মার্ট ১৫ হাজার ৯৯০ টাকায় ও ১৫ হাজার ৯৯০ টাকায় বাংলা ভয়েস সার্চ স্মার্ট টিভি; ৩৯ ইঞ্চির এলইডি ১৫ হাজার ৯৯০ টাকায় ও স্মার্ট টিভি ২৩ হাজার ৯৯০ টাকায় এবং ৪৩ ইঞ্চির এলইডি ১৯ হাজার ৯৯০ টাকায় ও স্মার্ট টিভি ২৭ হাজার ৯৯০ টাকায় কেনার সুযোগ পেতে পারেন ক্রেতারা।
মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, দেশেই নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিকমানের এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে মার্সেল। প্রযুক্তির এই সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে টেলিভিশন ক্রেতাদের টিভি অদল বদল, সেরা দামে সেরা টিভিসহ নানান সুবিধা দেয়া হয়েছে। এছাড়া টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টসহ টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দিচ্ছে মার্সেল। এতসব সুবিধা পাওয়ায় স্থানীয় বাজারে মার্সেল টিভির গ্রাহকপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত।
মার্সেল টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব ও উন্নতমানের টিভি তুলে দিতে বদ্ধপরিকর। সেলক্ষ্যে টিভি গভেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা প্রতিনিয়ত টিভির মানোন্নয়নে কাজ করছেন। এরইমধ্যে মার্সেল স্মার্ট টিভিতে যুক্ত করা হয়েছে বাংলা ভয়েস সার্চ অপশন।
জানা গেছে, মার্সেল স্মার্ট ভয়েস সার্চ টিভির গ্রাহকদের ইউটিউব বা ব্রাউজারে বাংলায় পছন্দের কোনো কন্টেন্ট খুঁজতে টিভির রিমোর্ট দিয়ে আর টাইপ করতে হবে না। ‘হ্যালো মার্সেল’ বললেই চালু হয়ে যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার। এরপর গ্রাহক পছন্দের বাংলা কন্টেন্টটি মুখে বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব অথবা ইন্টারনেট ব্রাউজারে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সার্চ করা যাবে ইংরেজি ও হিন্দি কন্টেন্ট।
উল্লেখ্য, গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে মার্সেলের রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টম। এর আওতায় সারাদেশে রয়েছে ৭৩ টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।
#